১। British Council কর্তৃক ৪টি কম্পিউটারের সম্বনয়ে ফ্রি কম্পিউটার ও ইন্টারনেট সেবার কর্ণার স্থাপন।
২। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া ও আবৃত্তি প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা সমাপন।
৩। প্রতি বছরের ন্যায় গ্রন্থাগার চত্বরে বৃক্ষরোপন করা হয়।
৪। গণপূত অধিদপ্তর থেকে বরাদ্দ নিয়ে গ্রন্থাগারে দুটি খুটিসহ ৫০০ মিটার দুরত্বের তিন ফেজের VIP ফোর ফোরটি বিদ্যুৎ লাইন নির্মাণ।
৫। ০২টি বেসরকারি পাঠাগারকে তালিকাভুক্তিকরণ সনদ প্রদান।
৬। মহিলা বাথরুমসহ ৪টি বাথরুমের মেরামত, টাইলস্ ও কমোট স্থাপন।
৭। গ্রন্থাগার চত্বরে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে দুইদিকে লোহার দেওয়াল নির্মাণ, রং করণ ও মেরামত।
৮। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS