Wellcome to National Portal



জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার টিভিসি/ভিডিও/ ডকুমেন্টারি

 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রন্থাগারের সময়সূচি:প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫ .০০ টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটিবৃহস্পতি  শুক্রবার তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে গ্রন্থাগারকে ভালবাসুনগ্রন্থাগারে পড়তে আসুন # বই পড়ে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।


ভবিষ্যত পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা:

 

কক্সবাজার জেলা সরকারি গ্রন্থাগারের উন্নয়নে ও পাঠক সেবাসহ অন্যান্য সেবাসমূহের বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

স্বল্পমেয়াদি (প্রথম তিন বছর):

১। গ্রন্থাগারের সদস্য সংখ্যা বৃদ্ধি।

২। বই ও সাময়িকীর সংখ্যা বৃদ্ধিকরণ।

৩। গ্রন্থাগারের ভিতরে ও বাহিরে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা।

৪। জনসাধারণকে গ্রন্থাগারমুখীকরণের ব্যবস্থা গ্রহন ও প্রচারণা।

৫। বই পাঠ প্রতিযোগিতা ও অন্যান্য উৎসাহমূলক প্রতিযোগিতার মাধ্যমে পাঠ্যাভ্যাস বৃদ্ধির উদ্যোগ গ্রহণ।

৬। আরো দ্রুততম সময়ে কিভাবে জনসাধারনকে সঠিক ও নির্ভূল তথ্য দেওয়া যায় সেটার উদ্যোগ গ্রহন।

৭। সকল পাঠককে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান।

 

মধ্যমেয়াদি: গনগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায়-

১। গ্রন্থাগারের স্বয়ংক্রিয়করণ।

২। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন।

৩। সি সি টিভি ক্যামেরা স্থাপন।

দীঘ মেয়াদি:

১। গণগ্রন্থাগার কর্তৃক গ্রন্থাগার ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ।

২। মাল্টিপারপাস হল নির্মাণ।