Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজারের  তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে কক্সবাজার জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার   কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।       

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রন্থাগারের সময়সূচি:প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫ .০০ টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটিবৃহস্পতি  শুক্রবার তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে গ্রন্থাগারকে ভালবাসুনগ্রন্থাগারে পড়তে আসুন # বই পড়ে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।


কী সেবা কীভাবে পাবেন ?

 

 

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রাপ্তিস্থান

পাঠক সেবা

বই, পত্র-পত্রিকা ও সাময়িকী সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের মাধ্যমে

নির্ধারিত পাঠকক্ষ

রেফারেন্স সেবা

রেফারেন্স সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের মাধ্যমে

রেফারেন্স পাঠকক্ষ

বই ধার সেবা

গ্রন্থাগারের সদস্যদেরকে বই ধার (এককালীন সর্বোচ্চ ২টি) দেওয়ার মাধ্যমে

সংশ্লিষ্ট পাঠকক্ষ

ফটোকপি সেবা

পাঠকদের চাহিদা অনুযায়ী পাঠসামগ্রী ফটোকপি করে দেওয়ার মাধ্যমে

ফটোকপি কক্ষ

ইন্টারনেট সেবা

ব্রডব্যান্ড ও ওয়াইফাই ইন্টারনেট সংযোগের মাধ্যমে

ইন্টারনেট সেবা কক্ষ ও গ্রন্থাগার চত্বর

সম্প্রসারণমূলক সেবা

রচনা, কবিতা/ছড়া আবৃত্তি, বইপাঠ, সুন্দর হাতের-লেখা ইত্যাদি প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে

জেলা সরকারি গণগ্রন্থাগার ,কক্সবাজার

গ্রন্থ প্রদর্শনী

বিশেষ বিশেষ দিবসে গ্রন্থাগারে বিদ্যমান গ্রন্থসমূহ প্রদর্শনীর মাধ্যমে

জেলা সরকারি গণগ্রন্থাগার্‌ কক্সবাজার

বেসরকারি গ্রন্থাগার তালিকাভূক্তিকরণ

গণগ্রন্থাগার অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলের বেসরকারি   গ্রন্থাগারসমূহকে তালিকাভুক্ত করার মাধ্যমে