Wellcome to National Portal

জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজারের  তথ্য বাতায়নে আপনাকে স্বাগত। জ্ঞানমনস্ক আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে কক্সবাজার জেলার জনগোষ্ঠীর নিবিড় প্রত্যাশাপূরণ তথা আলোকবর্তিকাবাহী বইপাঠে সর্বসাধারণকে উৎসাহিত এবং বিজ্ঞানভিত্তিক আধুনিক তথ্য-প্রযুক্তি সম্বলিত সুবিধাদির দ্বারা সময়-সাশ্রয়ী কার্যকর তথ্যসেবা প্রদান করা জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার   কার্যালয়ের প্রধান উদ্দেশ্য।       

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রন্থাগারের সময়সূচি:প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫ .০০ টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটিবৃহস্পতি  শুক্রবার তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে গ্রন্থাগারকে ভালবাসুনগ্রন্থাগারে পড়তে আসুন # বই পড়ে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।


অর্জন সমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অজনসমূহ:-

 

১। প্রথমবারের মতো ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি যথাযোগ্য মযাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন।

২। পাঠকক্ষ পূণবিনাশ: পাঠককক্ষের ফানিচার ও বইয়ের তাককে সৃজনশীলভাবে সাজানো হয়েছে যাতে করে পর্যাপ্ত আলো বাতাস ও হাটাচলার জায়গা থাকে।

৩। গণপূত অধিদপ্তর থেকে বরাদ্দ নিয়ে গ্রন্থাগারে দুটি খুটিসহ ৫০০ মিটার দুরত্বের তিন ফেজের VIP ফোর ফোরটি বিদ্যুৎ লাইন নির্মাণ।

৪। বিনামূল্যে Wifi সেবা প্রদান।

৫। সিটিজেন চার্টার।

৬। গ্রন্থাগার চত্বরে বিভিন্ন ফলজ গাছ রোপন।

7| British council এর সহযোগিতায় English Language Self Center স্থাপন|

৮। ৩,৮৭৩টি নতুন বই সংযোজন।

৯। বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ৭টি অনুষ্ঠানের আয়োজন।

১০। ১২০ জনকে সনদপত্র ও পুরষ্কার হিসেবে বই প্রদান।

১১। জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার থেকে ২,০০,০০০ (দুই লক্ষ) জন পাঠককে পাঠকসেবা এবং তথ্য ও রেফারেন্স সেবা প্রদান করা হয়েছে।

১২। স্থানীয় জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলা, ডিজিটাল মেলা, তথ্যমেলা বইমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহন করা হয়েছে।

১৩। বেসরকারি পাঠাগার জরিপসহ ০৫ট তালিকাভুক্তকরণ কাজও সম্পন্ন করা হয়েছে।

 

 

২০১৮-১৯ অথবছরের সম্ভাব্য প্রধান অজনসমূহ:-

 

১। ২০১৮-১৯ অথ সালে গণগ্রন্থাগার অধিদপ্তর হতে সরবরাহকৃত সম্ভাব্য ১৫০০ খানা পুস্তক অন্তভুক্তি করত: যথাসময়ে পাঠকদের জন্য পাঠকক্ষে বিতরণ।

২। অত্র গ্রন্থাগারের ইন্টারনেট সেবার সম্প্রসারণ।

৩। জাতীয় দিবসসমূহে সম্ভাব্য ৭টি প্রতিযোগিতার আয়োজন।

৪। জাতীয় দিবসসমূহে সম্ভাব্য ১২০ জন প্রতিযোগীকে সনদ প্রদানের আয়োজন।

৫। ৫ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন।

৬। মহিলা বাথরুমসহ ৪টি বাথরুমের মেরামত, টাইলস্ ও কমোট স্থাপন।

৭। গ্রন্থাগার চত্বরে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে দুইদিকে লোহার দেওয়াল নির্মাণ, রং করণ ও মেরামত।

৮। আরো উচ্চ গতির ইন্টারনেট সংযোগ।

৯। গ্রন্থাগার চত্বর ভিতর ও বাহিরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা।

১০। গত বছরের ন্যায বৃক্ষরোপন কমসূচি অব্যাহত রাখা।

১১। বিষয় অনুসারে গ্রন্থাগারের সকল বইকে নতুন করে সাজানো।