Wellcome to National Portal



জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার টিভিসি/ভিডিও/ ডকুমেন্টারি

 

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রন্থাগারের সময়সূচি:প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫ .০০ টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটিবৃহস্পতি  শুক্রবার তাছাড়াও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ থাকে গ্রন্থাগারকে ভালবাসুনগ্রন্থাগারে পড়তে আসুন # বই পড়ে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।


সাম্প্রতিক কর্মকান্ড

১। British Council কর্তৃক ৪টি কম্পিউটারের সম্বনয়ে ফ্রি কম্পিউটার ও ইন্টারনেট সেবার কর্ণার স্থাপন।

২। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, ছড়া ও আবৃত্তি প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা সমাপন।

৩। প্রতি বছরের ন্যায় গ্রন্থাগার চত্বরে বৃক্ষরোপন করা হয়।

৪। গণপূত অধিদপ্তর থেকে বরাদ্দ নিয়ে গ্রন্থাগারে দুটি খুটিসহ ৫০০ মিটার দুরত্বের তিন ফেজের VIP ফোর ফোরটি বিদ্যুৎ লাইন নির্মাণ।

৫। ০২টি বেসরকারি পাঠাগারকে তালিকাভুক্তিকরণ সনদ প্রদান।

৬। মহিলা বাথরুমসহ ৪টি বাথরুমের মেরামত, টাইলস্ ও কমোট স্থাপন।

৭। গ্রন্থাগার চত্বরে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে দুইদিকে লোহার দেওয়াল নির্মাণ, রং করণ ও মেরামত।

৮। উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান।